রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৩:১৬

সইলো না পিঠা বিক্রেতার মেয়ে প্রকৌশলী নিপার প্রেম

সইলো না পিঠা বিক্রেতার মেয়ে প্রকৌশলী নিপার প্রেম

ময়মনসিংহ : প্রেম করে বিয়ে করায় কাল হলো প্রকৌশলী নিপা।  সব স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেল তার।  সইলো না পিঠা বিক্রেতার মেয়ের প্রেম।  অকালেই ঝরে গেলেন তিনি।  ঘটনাটি ময়মনসিংহ শহরের চড়পাড়ায়।  

মিনারা আক্তার নিপা (২০) নামে এক প্রকৌশলী গৃহবধূ হত্যার অভিযোগে তার স্বামী মো. মুহিব্বুল আরেফিন সাকিব, শ্বশুর আক্কাছ আলী ও শাশুড়ি মাহমুদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।  

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সকালে শহরের চড়পাড়ায় সড়ক অবরোধ করলে পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ তুলে নেয় জনতা।

পরিবারের বক্তব্য, মিনারা আক্তার নিপা শহরের চড়পাড়া এলাকার পিঠা বিক্রেতা দুলাল মিয়ার মেয়ে।  সে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৫ সালে ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি অর্জন করে।  নিপার এক বছরের জুনিয়র শহরের ভাটিকাশর এলাকার বিত্তশালী আক্কাস আলীর ছেলে সাকিব (২২) একই ইনস্টিটিউট থেকে ২০১৬ সালে ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি অর্জন করে।

দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  ২০১৫ সালের ২৫ মে নিপাকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে সাকিব।  কিন্তু মান-সম্মানের দোহাই দিয়ে বিয়ের পর থেকেই নিপার বাবা-মার ফুটপাতের পিঠা বিক্রেতা বলে মেয়ের শ্বশুরবাড়ি যেতে বারণ ছিল।  

এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য তৈরি হয়।  সম্প্রতি দুই পরিবার সাকিব-নিপাকে মেনে নেয় এবং আগামী ৩ মার্চ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ের দিন ধার্য করে।  কন্যাপক্ষ সাধ্যমতো কেনাকাটাও করে।

পুলিশ জানায়, শনিবার রাতে নিপার স্বামী সাকিব ঘরে ঢুকে ফ্যানের সাথে স্ত্রী নিপার ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করে।  বাড়ির লোকজন নিপাকে মৃত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বারান্দার মেঝে ফেলে রেখে চলে আসে।  

নিপার খালাতো ভাই জাকিরুল সাংবাদিকদের জানান, রাত দেড়টার দিকে নিপার লাশ হাসপাতালের সামনে পড়ে আছে বলে তারা খবর পায়।  পরে নিপার বাবাসহ তারা হাসপাতালে ছুটে আসেন এবং নিপার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন।

রোববার সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

নিপার পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন নিপাকে হত্যা করেছে।

নিপার মা আমিনা আকতার বলেন, ভয় দেখিয়ে সাকিব নিপাকে বিয়ে করেছিল।  তিনি কন্যা হত্যার বিচার চান।

এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, নিপার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে