শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি: স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হয়েছে ।
সকাল ১০ টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন এ ক্রিকেট খেলার উদ্বোধন ঘোষণা করেন।
হলের বিভিন্ন অনুষদের ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৬টি দল এই ক্রিকেট লীগ খেলবে। খেলায় অংশগ্রহণকারী দলগুলো হলো মিয়া ক্যান্টনমেন্ট, আরজে লায়ন্স, এ.কে. সুপারস্টারস, ব্রাদারস ইলেভেন, এবি-ব্লাস্টারস এবং বেঙ্গল ওয়ারিয়রস।
সকালে মিয়া ক্যান্টনমেন্ট বনাম এবি-ব্লাস্টারস অনুষ্ঠিত হয় এবং এতে এবি-ব্লাস্টারস ৪ উইকেটে জয়লাভ করে। টুর্নামন্টের প্রতিটি ম্যাচ হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী হল প্রশাসন এ প্রিমিয়ার লীগের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হলের হাউজ টিউটর, অংশগ্রহণকারী খেলোয়ার এবং অন্যান্য শিক্ষার্থীরা।
প্রক্টর ড. এ.কে.এম জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করা প্রয়োজন। এই ক্রিকেট লীগের আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ।
হল প্রভোস্ট ড. সুবাস চন্দ্র দাস বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেট লীগের আয়োজন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। খেলাধুলার পাশাপাশি দেশ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
ক্রিকেট লীগ উপলক্ষে হলের শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে এ প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানায় খেলার আয়োজকরা।
৪ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস