রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৯:০৫:২২

রাত কাটে এক ঘরেই, কিন্তু মাঠে স্বামী-স্ত্রীর তুমুল যুদ্ধ

 রাত কাটে এক ঘরেই, কিন্তু মাঠে স্বামী-স্ত্রীর তুমুল যুদ্ধ

ময়মনসিংহ : রাত কাটে এক ঘরেই, কিন্তু নির্বাচনী মাঠে স্বামী-স্ত্রীর তুমুল যুদ্ধ। সকালে উঠেই দু’জন দু’দিকে ব্যস্ত হয়ে পড়েন।  নিজেদের নির্বাচনী প্রচারণায় উঠেপড়ে লেগেছেন তারা।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে মাঠে নেমেছেন ময়মনসিংহের গৌরীপুরের মো. শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেবেকা সুলতানা।  চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে একটি অচিন্তপুর।  এ ইউনিয়ন থেকে ১০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।  একই পদে স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেবেকা সুলতানা মনোনয়নপত্র দাখিল করায় উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম দলীয় সমর্থন চেয়ে ব্যর্থ হলেও নির্বাচনের মাঠে থাকার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  ভোটারদের কাছে গিয়ে তার পক্ষে ভোট চেয়ে প্রচারণাও চালাচ্ছেন।

শফিকুল ইসলামের স্ত্রী রেবেকা সুলতানা ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।  তিন কন্যা আর এক পুত্র সন্তানের জননী রেবেকা সুলতানা এবার নিজের জনপ্রিয়তা আর ভোটারদের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে মাঠে নেমেছেন।

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে স্বামী-স্ত্রী দুজনেই ভোট চেয়ে বেড়াচ্ছেন। দু’জনেই জয়ের ব্যাপারে আশাবাদী।

চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা বলেন, ইউপি সদস্য হয়ে মানুষের সেবা করায় ভোটাররা তাকে সাহস যুগিয়েছেন।  জনকল্যাণে কাজ করায় করায় ভোটাররা তাকে ভোট দেবেন বলে তিনি আশাবাদী।  

স্বামী-স্ত্রী দু’জনেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে কোনো মতানৈক্য নেই।  

মো. শফিকুল ইসলাম বলেন, তৃণমূল থেকে তাকে মনোনিত করা হলেও অজ্ঞাত কারণে তিনি ধানের শীষ প্রতীক পাননি।  তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ৩১ মার্চ গৌরীপুর উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অচিন্তপুর ইউনিয়নে পুরুষ ভোটার ১০ হাজার ৯জন আর নারী ভোটার ৯ হাজার ৬০৮জন।  স্বামী-স্ত্রী দুচেয়ারম্যান পদে মাঠে নামায় ওই ইউনিয়নসহ উপজেলায় চালছে নানা আলোচনা সমালোচনা।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে