মো. শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদের মধ্যে সাধারণ সস্পাদক সহ সাতটিতে জয়ী হয়েছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল। আর সভাপতি সহ বাকি চারটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে মঙ্গলবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম।
নির্বাচনে সভাপতি হিসেবে ২১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের প্রার্থী ও ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির এবং সাধারণ সম্পাদক পদে ২২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সোনালী দলের প্রার্থী ও পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম ।
সোনালী দল প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মাসুম আহমাদ, যুগ্ম সম্পাদক পদে ড. মো. শহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং সদস্য পদে অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মো. আবদুল আলীম ও অধ্যাপক ড. দীন ইসলাম।
গণতান্ত্রিক শিক্ষক ফোরাম থেকে নির্বাচিত অন্যরা হলেন সদস্য পদে অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন, অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান তালুকদার ও অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অধ্যাপক ড. এ কে এম মমিনুল ইসলাম ও সোনালি দলের ড. মো. শহিদুল ইসলাম সমান ভোট পান। পরে লটারিতে সোনালী দলের প্রার্থী নির্বাচিত হন।
এর আগে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৫১ জন ভোটারের মধ্যে ৪৩৩ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস