মঙ্গলবার, ১০ মে, ২০১৬, ১২:০৯:০২

নৌকায় উঠতে চান নাজনীন আলম

নৌকায় উঠতে চান নাজনীন আলম

ময়মনসিংহ : ২ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির।  তার মৃত্যুর সপ্তাহ যেতে না যেতেই গৌরীপুরের নৌকায় কে উঠবেন এ নিয়ে তুমুল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনসহ সব শ্রেণির মানুষের মধ্যে।

এরই মধ্যে গৌরীপুর উপজেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রায় ৭/৮ জন নেতার নাম প্রচার পাচ্ছে।  এ তালিকায় আছেন গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত এমপি মজিবুর রহমান ফকিরের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নাজনীন আলম।

তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক।  অন্তবর্তীকালীন নির্বাচনে সম্ভাব্য আওয়ামী লীগ প্রার্থীরা সরাসরি বা কর্মীদের দিয়ে নিজেদের পক্ষে নানাভাবে প্রচারণার কাজ শুরু করেছেন।  প্রচারণায় নাজনীন আলমের নাম আসছে ভিন্নভাবে।

গত ৫ জানুয়ারির নির্বাচনে মজিবুর রহমান ফকিরের প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে তাকে রোষালনে পড়তে হয়েছে।  তখন থেকেই মজিবুর রহমানের সমর্থকরা নাজনীন ও তার সমর্থকদের ওপর দমন-পীড়ন শুরু করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে মজিবুর রহমান ফকিরের সাথে নৌকার মনোনয়ন দৌড়ে হেরে যান ফেরদৌস আলম।  পরে তার স্ত্রী নাজনীন আলমকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করান তিনি।  

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বদলে মজিবুর রহমানকে ভোটের লড়াইয়ে নামতে হয়েছিল। সে কারণে মুজিবুর রহমান প্রচণ্ড ক্ষিপ্ত ছিলেন এই দম্পতির ওপর।  

সে সময় নির্বাচনী প্রচারণাকালে প্রকাশ্যে নাজনীনের গাড়ি ভাঙচুরও করে মুজিবের সমর্থকরা।  বিভিন্ন নির্বাচনী জনসভায় বিয়ে করার ঘোষণাসহ রুচিহীন ভাষায় নাজনীন আলমকে আক্রমণ করেন মুজিবর রহমান।

দশম জাতীয় সংসদ নির্বাচনে মজিবুর রহমান নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।  নাজনীন আলম হরিণ প্রতীক নিয়ে পান ১৯ হাজার ৬২৩ ভোট।

নির্বাচনে জয়লাভের পর মজিবুর রহমানের সমর্থকরা নাজনীন সমর্থকদের বাড়িঘরেও ভাঙচুর শুরু করে। যার কারণে অনেকেই এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

গত ২ মে এমপি মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর তার আসন শূন্য হলে নাজনীন আলম এমপি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।  তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।  তিনি নৌকায় উঠে প্রচারণা চালাতে চান বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক নাজনীন আলম গণমাধ্যমকে বলেন, গত নির্বাচনে প্রতিপক্ষ আমাদের জয় ছিনিয়ে নিয়ে গেছে।  এবার দলীয় নৌকা প্রতীক পেলে বিজয় আর কেউ ঠেকাতে পারবে না।  বিভিন্ন জনসভায় স্থানীয় এমপি আমার বিরুদ্ধে  কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন।  তবে উনি মারা গেছেন, আমি সব ভুলে গেছি।
৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে