মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ১২:৩৮:৩৭

‘বাংলা ভাইয়ের ঘনিষ্ট সহযোগী’ গ্রেপ্তার!

‘বাংলা ভাইয়ের ঘনিষ্ট সহযোগী’ গ্রেপ্তার!

ময়মনসিংহ : জঙ্গি ও সন্ত্রাসী দমনে দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির সাবেক নেতা সিদ্দিকুর রহমান বাংলা ভাইয়ের এক ‘ঘনিষ্ট সহযোগী’কে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। তার নাম গরীবুল্লাহ আকন্দ।

সোমবার গভীর রাতে ময়মনসিংহের মুক্তাগাছার বিন্নাকুড়ি গ্রাম থেকে তাকে গ্রপ্তার করা হয়। গরীবুল্লাহ আকন্দের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, গরীবুল্লাহর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। সে বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড ছিল।

বিন্নাকুড়ি গ্রামের আজিতউল্লাহ আকন্দের ছেলে গরীবুল্লাহ এক সময় জামালপুরের বন্দচিতলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। ২০১৪ সালের ডিসেম্বরেও একবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

২০০৬ সালের ৬ মার্চ মুক্তাগাছার ওই এলাকা থেকেই গ্রেপ্তার হয়েছিলেন জেএমবির শুরা কমিটির প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। সারা দেশে ত্রাস সৃষ্টির চেষ্টা চালিয়ে গ্রেপ্তার এড়াতে তিনি বেশ কিছুদিন ওই এলাকায় আস্তানা গেড়ে ছিলেন।
১৪ জুন, ২০১৫/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে