মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৩:৩৯:৪৮

ময়মনসিংহে অবৈধ মশার কয়েল জব্দ

ময়মনসিংহে অবৈধ মশার কয়েল জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বিএসটিআই’য়ের অনুমোদ বিহীন অতিমাত্রার রাসায়নিকযুক্ত বিষাক্ত মশার কয়েলের সন্ধানে নগরীর মেছুয়া বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় আদালতের ভয়ে বাজারের অসাধু ব্যবসায়ীরা দোকানের শার্টার বন্ধ করে পালিয়ে যায়। সোমবার দুপুরে জেলা প্রশাসন পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার শাম্মী।
এ সময় এম.এন ষ্টোরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নাইট গার্ড ও বোম্বে নামক দুইটি মশার কয়েলের প্যাকেট জব্দ করা হয়। পরে এ গুলো যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান সেনেটারী ইন্সপেক্টার শামসুল আলম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার শাম্মী বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালতি হবে। নাইটগার্ডসহ অন্যান্য চায়না কয়েল স্থাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার হচ্ছে বলে মনে করেন তিনি। তাই এসব কয়েল পরীক্ষ নিরীক্ষ করার জন্য তিনি জব্দ করেন। পাশাপাশি ম্যাজিস্ট্রেট শাম্মী অবৈধ বা বিএসটিআই অনুমোদনহীন কয়েল বিক্রি অথবা মজুদ রাখলে ভবিষ্যতে জেল ও আর্থিক জরিমানা করা হবে বলে সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্ক করে দেন।
১৪ জুন ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে