সোমবার, ২০ জুন, ২০১৬, ০৫:৩৯:১৭

প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে জবাই করা সেই স্বামীর মৃত্যুদণ্ড

 প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে জবাই করা সেই স্বামীর মৃত্যুদণ্ড

ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে জবাই করা সেই স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. হেলাল উদ্দিন স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, মুক্তাগাছা উপজেলার গন্ধবপুর গ্রামের নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৩) ২০১১ সালে পার্শ্ববতী ফুলবাড়ীয়া উপজেলার নয়নবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে রেখা আক্তারকে (১৯) বিয়ে করেন।

বিয়ের পর থেকেই স্বামী আশরাফুল যৌতুৃকের দাবিতে স্ত্রী রেখাকে মারধর করতেন।  বিয়ের ৮/৯ মাস পর আশরাফুল স্ত্রী রেখা আক্তারের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে তা দিতে অপারগতা জানান।

২০১২ সালের ১৮ জানুয়ারি সকালে যৌতুকলোভী আশরাফুল ক্ষিপ্ত হয়ে ঘর থেকে গরু জবাইয়ের ছুরি দিয়ে স্ত্রী রেখা আক্তারকে প্রকাশ্যে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় রেখা আক্তারের পিতা বিল্লাল হোসেন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  এরপর সাক্ষ-প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন।
২০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে