বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬, ১১:৫১:০৭

নির্বাচনের মাঠ ছাড়লেন নাজনীন

নির্বাচনের মাঠ ছাড়লেন নাজনীন

ময়মনসিংহ : ময়মনসিংহ-৩ গৌরীপুর উপ-নির্বাচনের মাঠ ছাড়লেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজনীন আলম। বুধবার নাজনীন আলম ময়মনসিংহ জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি।

এ তথ্য নিশ্চত করেছেন গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসার এ.কে.এম মূসা। নাজনীন আলম বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক।

নাজনীন আলম বলেন, আওয়ামী লীগ দলটাকে ভালোবাসি, দলের প্রতি আমার শ্রদ্ধা আছে। তাই দলের কথা বিবেচনা করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। এখন দলীয় প্রার্থীর জয়ের জন্য সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করবো।

নিবাচনে অংশগ্রহণ করতে এই আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নাজনীন আলম মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এখন ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন, জাতীয় পার্টি মনোনীত মো. শামসুজ্জামান জামাল, ন্যাপ মনোনীত প্রার্থী আব্দুল মতিন, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আবু তাহের, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাফেজ আজিজুল হক।

প্রসঙ্গত, গত ২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির এমপির মৃত্যুতে গৌরীপুর আসনটি শূন্য হয়। আগামী ১৮ জুলাই আসনটিতে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৩০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে