শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ১০:৪২:২৮

'ধর্মকর্ম ছেড়ে দিয়েছিস, আর বাঁচার প্রয়োজন নেই তোর'

'ধর্মকর্ম ছেড়ে দিয়েছিস, আর বাঁচার প্রয়োজন নেই তোর'

ময়মনসিংহ : ধর্মকর্ম ছেড়ে দিয়েছিস, আর বাঁচার প্রয়োজন নেই তোর- এই বলে দশম শ্রেণীর এক ছাত্রীকে গলা চেপে হত্যার চেষ্টা করে দুই ছাত্রীবেশী দুর্বৃত্ত।

শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাথরুমে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  এ খবর পেয়ে স্কুলের প্রধান ফটকে উৎসুক অভিভাবকরা ভিড় জমান।
 
পরে বিষয়টি জানতে পেরে কোতয়ালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নজরদারি বাড়িয়েছে।  

ওসি কামরুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।  ব্যক্তিগত শত্রুতা থেকে এমন ঘটনা ঘটতে পারে।  এটা কোনো জঙ্গি ঘটনা নয় বলে জানান তিনি।
 
স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার ওই ছাত্রীর বরাত দিয়ে জানান, পৌরসভার প্যানেল মেয়র আসিফ হোসেন ডনের মেয়ে মাইমুনা আঁচল শনিবার ১২টা ৫০ মিনিটে দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে বাথরুমে যায়।
 
এ সময় বাথরুমে ভেতরে ওঁৎ পেতে থাকা বোরখা ও স্কুল ড্রেস পরিহিত দুই মেয়ে আচঁলের মুখ চেপে ধরে ও গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে।

এ সময় তারা আঁচলকে বলতে থাকে, ‌‘তোকে নিয়ে যেতে তোর বাবা-মা একসঙ্গে আসছে আমরা জানি। তোর মাথা ব্যথা করছে তাও জানি।  তুই হাতের আঙ্গুলে নেইল পালিশ দিস, ধর্মকর্ম ছেড়ে দিয়েছিস, তোর আর বাঁচার প্রয়োজন নেই।'
 
পরে তাকে গলাটিপে হত্যার চেষ্টা করলে সে মাটিতে লুটিয়ে পড়ার অভিনয় করে।  এ সময় আঁচল মরে গেছে ভেবে দুর্বৃত্তরা দ্রুত বাথরুমে ফেলে পালিয়ে যায়।

পরে আঁচলের ডাক-চিৎকারে স্কুলের শিক্ষক ও সহপাঠীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
 
পৌরসভার প্যানেল মেয়র আসিফ হোসেন ডন জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। আঁচলের সঙ্গে কারো কোনো শত্রুতা আছে বলে তার জানা নেই।
১৬ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে