বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ১২:৩৬:৫৯

ময়মনসিংহে পুলিশ নিয়ে ছেলের বিয়ে পণ্ড করে দিলেন মা

ময়মনসিংহে পুলিশ নিয়ে ছেলের বিয়ে পণ্ড করে দিলেন মা

ময়মনসিংহ : মায়ের অমতে তার নাবালক ছেলেকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কোন দিশা না করতে পেরে অবশেষে পুলিশের সহায়তা নিয়ে ছেলের বিয়ের আসরে গিয়ে বিয়ে পণ্ড করে দেয় মা। মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহাবৈ গ্রামে। ওই নাবালক ছেলের নাম মামুন মিয়া, বয়স ১৫ বছর।

প্রতিবেশী নজু মিয়া নামে এক ব্যক্তি কয়েক দিন ধরে ছেলেকে বিয়ে করানোর প্রস্তাব দিয়ে আসছিল। ছেলের বয়স কম হওয়ায় তিনি কোনো মতেই রাজি হচ্ছিলেন না। এ অবস্থায় গত শনিবার তার অমতেই পাশের পাঁছ মহাবৈ গ্রামের আব্দুল মন্নাছের  মেয়ে ললিতার(১৫) সাথে বিয়ে ঠিক করে ফেলেন নজু। কয়েকবার অনুরোধ করেও তিনি এই বিয়ে ভাঙ্গতে পারেননি। মঙ্গলবার তার ছেলেকে বর সাজিয়ে কনের বাড়িতে নিয়ে গেলে তিনি সমাজের লোকজনের দ্বারস্থ হয়েও ব্যর্থ হন। শেষমেশ থানায় লিখিত অভিযোগ দিতে বাধ্য হন বলে জানান মামুনের মা বকুলা বেগম।

এদিকে বকুল বেগমে অমতে তার ছেলের বিয়ে আয়োজনকারী নজু মিয়া জানান, বকুলা দ্বিতীয় বিয়ে করার পর তার ছেলে মামুন মায়ের কাছে যায় না। তিনিই মামুনের দেখবাল করেন। ছেলের মতামত নিয়েই বিয়ের আয়োজন করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, ওই উপজেলার আচারগাঁও ইউনিয়নের নদীর পাড় এলাকার মৃত শুক্কুর আলীর মেয়ে বকুলা বেগমের বিয়ে হয় একই গ্রামের মো. গেসু মিয়ার ছেলে জালাল মিয়ার সাথে। তাদের দুই বছরের সংসারে জন্ম নেয় মামুন। এর কিছু দিন পরেই বকুলের প্রথম স্বামী ও মামুনের স্বামী জালাল মিয়া মারা যান।

জানতে চাইলে নান্দাইল থানার উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে পণ্ড করার পর ছেলে এবং বিয়ের আয়োজনকারী নজু মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে।
৩ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে