শনিবার, ০৬ আগস্ট, ২০১৬, ০৭:৩৮:৩০

শফিউলের মায়ের আক্ষেপ, ‌যারা তাকে জঙ্গি বানিয়েছে তাদের বিচার করুন

শফিউলের মায়ের আক্ষেপ, ‌যারা তাকে জঙ্গি বানিয়েছে তাদের বিচার করুন

ময়মনসিংহ : কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় বন্দুকযুদ্ধে নিহত শফিউলের মা নার্গিস সুলতানা শিউলি আক্ষেপ করে বলেছেন, আমার ছেলের বয়স কম, তাকে যা শিখানো হয়েছে তাই শিখেছে।  আগে কখনো জানতে পারিনি যে, এ পথে পা দিয়েছে সে।  শোলাকিয়ায় হামলার পর তার ছবি দেখে জানতে পেরেছি- সে জঙ্গি।

মা শিউলি বলেন, আমার ছেলেকে না মেরে আমার কাছে ফিরিয়ে দিলে তার কাছ থেকে অনেক তথ্য বের করতে পারতাম।  শফিউলকে যারা জঙ্গি বানিয়েছেন তাদের বিচার করুন।

৬ আগস্ট শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেলের মরদেহ নেয়ার সময় কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শফিউলের লাশ নিজ জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর উত্তর পাড়ায় নিয়ে যাওয়া হবে।  পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ওই হামলায় নিহত অপর অজ্ঞাত জঙ্গির পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্ত শেষে তার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে র‌্যাব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও কর্তব্য কাজে বাধার অভিযোগ এনে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে কিশোরগঞ্জ থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শফিউলসহ দুই জঙ্গি নিহত হয়।
৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে