রবিবার, ১৯ জুলাই, ২০২০, ০৩:০১:৫৫

মুন্সীগঞ্জে ডাক্তারের পরিবর্তে নার্স দিয়ে সিজার! প্রসূতির মৃ'ত্যু

মুন্সীগঞ্জে ডাক্তারের পরিবর্তে নার্স দিয়ে সিজার! প্রসূতির মৃ'ত্যু

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় বেসরকারি একটি হাসপাতলে ডাক্তারের বদলে নার্স দিয়ে অপা'রেশন করার সময় এক প্রসূতির মৃ'ত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষু'ব্ধ এলাকাবাসী হাসপাতালে ভাঙ'চুর চেষ্টা করে, পরে পুলিশ ঘটনাস্থলে এসে প'রিস্থিতি শান্ত করে। এ ঘটনায় জড়িত থাকার অপ'রাধে চার জনকে আট'ক করে পুলিশ।

নিহ'তের স্বজনরা জানান, উপজেলার পুরান বাউশিয়া গ্রামের ইউসুফ আলীর সন্তানসম্ভবা স্ত্রী খাদিজা বেগমকে (৩০) আজ দুপরে প্রসব ব্যথা নিয়ে ভর্তি করা হয় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়াজী টি.এইচ মেমোরিয়াল হাসপাতালে। বিকেল চারটার দিকে তার সিজারিয়ান অপা'রেশন করার কথা ছিলো। অপা'রেশনে ডা. তোফাজ্জল হোসেন রিজভী ও ডা. শারমিন সুলতানার উপস্থিত থাকার কথা থাকলেও অপা'রেশন করেন নার্সরা। এদিকে অপারেশন করার সময় প্রসূতি মায়ের মৃ'ত্যু হওয়ায় রোগী রেখে পা'লিয়ে যাওয়ার সময় হাসপাতালে কর্মরতদের আট'ক করে স্থানীয়রা। এসময় বি'ক্ষুব্ধ লোকজন হাসপাতাল থেকে ভাঙ'চুরের চে'ষ্টা চালায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প'রিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপ'রাধে হাসপাতালটির ম্যানেজার ও তিন নার্সকে আ'টক করেছে পুলিশ।

এদিকে বিচারের দাবিতে সন্ধ্যায় গজারিয়া থানার সামনে অবস্থান নেন নিহ'তের স্বজনরা। ঘটনায় জড়িতদের শাস্তি ও দায়িত্ব অব'হেলার অভি'যোগে ডা. তোফাজ্জল হোসেন রিজভী ও ডা. শারমীন সুলতানার শাস্তি দাবি করেন তারা। স্থানীয়রা জানান, এর আগেও বেশ কয়েকবার এই হাসপাতালটিতে চিকিৎসকদের অবহেলায় অনেক রোগী মা'রা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে