মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বন্যায় প্লাবিত গ্রাম পদ্মার ভা'ঙনে ক্রমাগত বিলীন হয়ে যাচ্ছে। আত'ঙ্কে লোকজন বাড়িঘর ভে'ঙে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। পাইকারা ও ঝাউটিয়া গ্রামে এখন আর কোনো বাড়ি নেই, সরিয়ে নেয়া হয়েছে সব। সামান্য কিছু জমি বিলীন হওয়া বাকি।
এরই মধ্যে চার গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। পুরোপুরি বিলীন হওয়ার পথে আরও সাত গ্রাম। নদীভা'ঙা মানুষগুলো গরু-বাছুর নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। বন্যা কবলিত অবস্থায় নদীর ভ'য়াবহ ভা'ঙনে বিপা'কে পড়েছে মানুষগুলো। এরই মধ্যে পদ্মায় হারিয়ে গেছে ব্রাম্মনগাঁও, দুয়াল্লি, কলিকাল ও সাইনহাটি। এখন ভা'ঙছে ভোজগাঁও, রাউৎগাঁও, সংগ্রামবীর, গাঁওপাড়া, ঝাউটিয়া ও উত্তর দিঘলী গ্রাম।