শনিবার, ২৭ আগস্ট, ২০১৬, ১২:৫১:৩৪

নারায়ণগঞ্জ অপারেশন, সব নথিপত্র পুড়িয়ে ফেলে জঙ্গিরা

নারায়ণগঞ্জ অপারেশন, সব নথিপত্র পুড়িয়ে ফেলে জঙ্গিরা

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন ‘হিট স্ট্রং-২৭’ শুরুর আগে জঙ্গিরা সব নথিপত্র পুড়িয়ে ফেলে। পুলিশ জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গিরা সব নথিপত্র পুড়িয়ে ফেলে। শনিবার সকালে অভিযান শেষে ঘটনাস্থলের পাশে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

সম্প্রতি কল্যাণপুরে পুলিশের অভিযানের আগেও জঙ্গিরা তাদের সব নথিপত্র, মেমোরি কার্ড, ল্যাপটপ, মোবাইলসহ অনেক সরঞ্জাম পুড়িয়ে ফেলে।

আইজিপি একেএম শহীদুল হক বলেন, ‘পাইকপাড়া বড় কবরস্থান এলাকার তিনতলা ওই ভবনের তৃতীয় তলাতেই জঙ্গিরা অবস্থান করছিল। সকালে অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গি সদস্যরা তাদের সব ডকুমেন্ট ও আলামত আগুনে পুড়িয়ে ফেলে।’

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থান এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো হয়। তাতে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হন।
২৭ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/জাহিদ/জেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে