নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় দু'মাস আগে ওষুধ কোম্পানির কর্মকর্তা পরিচয়ে বাসা ভাড়া নেন রাজধানীর গুলশান হামলার মূলহোতা ও জেএমবির অন্যতম নেতা তামিম চৌধুরী।
আজ ২৭ আগস্ট শনিবার সকালে অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেনে নিহত হয়েছে কানাডার নাগরিক তামিম চৌধুরী। তিনি নিউ জেএমবির সামরিক শাখার প্রধান ছিলেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
একথা জানিয়েছেন ওই বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান। তিনি জানান, দু'মাস আগে বাসাটি ভাড়া দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এডিসি ছানোয়ার হোসেন।
ছানোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে বড় ধরনের জঙ্গি আস্তানা রয়েছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে সেখানে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।
তিনি জানান, অভিযান শুরুর আগে সকাল সাড়ে ৬টার দিকে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য সময় দেওয়া হয়। কিন্তু তারা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লে ও গুলি করলে পুলিশ অভিযান শুরু করে।
এডিসি ছানোয়ার আরো জানান, অভিযান শেষে বাড়ির ভবনে ঢুকে দেখা যায় তৃতীয় তলার একটি কক্ষে দু'জনের রক্তাক্ত মরদেহ একটি ছুরি পড়ে ছিল। সেখানে বিস্ফোরিত গ্রেনেড পাওয়া যায়। পাশের একটি বিলাসবহুল কক্ষে পাওয়া যায় তামিমের লাশ। এছাড়া তিন তলা ওই ভবনের পাশের একটি টিনের বাড়ির চালে দুটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া যায়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত এক জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে আগেই এই জঙ্গিদের অবস্থান জানতে পারে পুলিশ। আজ ভোর থেকে অভিযানের প্রস্তুতি শুরু হলেও মূল অভিযান চলে এক ঘণ্টা। জঙ্গিরা ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়ে।
আইজিপি জানান, ঘটনাস্থল থেকে একে ২২, পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়।
২৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই