নারায়ণগঞ্জ : শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার ওই বাড়িতে পুলিশের অভিযানে নিহত তিন জঙ্গি মরেও হলো আসামি। পুলিশের অভিযানের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় তামিম চৌধুরীসহ নিহত তিন জঙ্গিকে আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন তিন তলা একটি ভবনে অভিযান চালায় পুলিশ। অভিযানে গুলশান হামলার 'মূলহোতা' তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।
অভিযানের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের তারা বলেন, জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু তারা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ও গুলি চালায়।
এরপরই ওই বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াট টিমের সদস্যরা।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম