নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ‘দেওয়ান বাড়ির’ মালিক নুরুদ্দিন দেওয়ান (৬০) কে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এ বাড়িটিতে শীর্ষ জঙ্গি তামিম চৌধুরীসহ জঙ্গিরা অবস্থান নিয়েছিল। শনিবার পুলিশের অভিযানে তিন জঙ্গি নিহত হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, ৫৪ ধারায় গ্রেপ্তারকৃত নুরুদ্দিন দেওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠান তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান। রিমান্ড আবেদনে বলা হয় নুরুদ্দিন দেওয়ানের কাছে জঙ্গিদের আশ্রয়ের ব্যাপারে তথ্য জানা প্রয়োজন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
শনিবার সকালে জঙ্গি অভিযানের পর বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ানসহ ১০ জনকে আটক করে। এর মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ২রা জুলাই একমি ল্যাবরেটরিজের কর্মকর্তা পরিচয় দিয়ে মুরাদ ও রানা নামে দুজন যুবক বাসাটি ভাড়া নেয়।
এদিকে তিন জঙ্গির আরো কোন সহযোগী নারায়ণগঞ্জ শহরে থাকতে পারে সে আশঙ্কায় রোববার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরের কলেজ রোড, গলাচিপা, আল্লামা ইকবাল রোড ও জামতলায় এসব অভিযান চলতে দেখা গেছে। তবে পুলিশ জানিয়েছে, এটা তাদের নিয়মিত অভিযান ও ব্লক রেইড। আর অভিযান সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছে, তাদের কাছে থাকা কিছু তথ্যের ভিত্তিতে কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়েছে।
এ ব্যাপারে রোববার রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন সাংবাদিকদের জানান, তাদের নিয়মিত অভিযান চলছে। কিছু স্থানে ব্লক রেইড দেওয়া হয়েছে। এর আগে রোববার সকালে প্রেসবিফ্রিংয়ে জেলা পুলিশ সুপার মঈনুল হক জানিয়েছিলেন, পাইকপাড়ার ঘটনার পর তাদের নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান ও ব্লক রেইড চলবে। - এমজমিন
৩০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস