বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:০০:০৪

ফাঁকা বাড়ি পেয়ে চুরে নিল ২০ লাখ টাকার মালামাল

ফাঁকা বাড়ি পেয়ে চুরে নিল ২০ লাখ টাকার মালামাল

নারায়ণগঞ্জ : ফাঁকা পেয়ে বাড়ি থেকে চুরে নিলে ২০ লাখ টাকার মালামাল।  ঘটনাটি ঘটেছে জেলার মাসদাইর এলাকায়।  

ঈদের ছুটিতে বাড়ি ফাঁকা থাকায় চোর ওই বাড়ি থেকে টাকা, সোনার গহনাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাসদাইর এলাকার আলমিন মসজিদের পাশে হাফিজুর রহমান মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে। পাঁচতলা বাড়িটির চতুর্থ ও পঞ্চম তলায় মালিকরা থাকতেন।  ঈদের ছুটিতে একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া ছাড়া পুরো বাড়িই ছিল ফাঁকা।

 হাফিজুর রহমান মিন্টু জানান, ঈদের ছুটি থাকায় গত রোববার রাত ১২টায় বাসায় তালা দিয়ে সপরিবারে গ্রামের বাড়িতে চলে যান।  এর মধ্যে ঈদের পরদিন বুধবার রাতে বাড়িতে চুরি হয়েছে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাড়ি আসেন তিনি।

তিনি জানান, ধারণা করা হচ্ছে- পাশের বাড়ির ছাদ হয়ে আমার বাড়িতে চোর প্রবেশ করে।  চোররা ঘরের স্টিলের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ৩২ ভরি সোনার গহনা, নগদ ৪ লাখ ৭ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, সনি ক্যামেরাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাসদাইর এলাকায় একটি বাসায় চুরির ঘটনার খবর পাওয়া গেছে।  লিখিতভাবে কেউ অভিযোগ করেনি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে