নারায়ণগঞ্জ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। খালেদা জিয়া পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার পরই পদত্যাগপত্র জমা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ মাসদাইর এলাকায় তার নিজ বাড়ি মজলুম মিলনায়তনে একসভায় তৈমুর আলম খন্দকার এ কথা জানান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। এইসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে উপদেষ্টার পদত্যাগ করে নেতাকর্মীদের জন্য জেলায় সভাপতির পদে থাকার দাবি জানান।
এর প্রেক্ষিতে তৈমুর আলম খন্দকার বলেন, ‘কেন্দ্রীয় কমিটির কারও কাছে মাথা নত করে দল করতে চাই না। যেকোনও প্রয়োজনে খালেদা জিয়ার সঙ্গে কথা বলব। যারা রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, মামলা-মোকদ্দমা খেয়েছে, পুলিশের হাতে নির্যাতিত হয়েছে তারাই জেলা ও মহানগরে থাকবে। এর বাইরে কাউকে দলে জায়গা দেওয়া যাবে না।’ তিনি বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীদের দাবির বাইরে আমি যেতে পারব না। তাদের দাবির পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া দেশে ফেরার পরই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করব।’
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন করব। এ বিষয়ে আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না। খালেদা জিয়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নির্বাচন করবেন। তবে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করবেন ওই তিনটি থানা কমিটির নেতারা। তাদের মনোনীতরাই কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হবেন।’
প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ৫০২ জনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। যার মধ্যে ১৯ সদস্যের স্থায়ী কমিটির সদস্য ছাড়াও রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ৭৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫জন এবং যুগ্ম মহাসচিব সাতজন। তৈমুর আলম খন্দকারকে চেয়ারপারসনের উপদেষ্টার পদ দেওয়া হয়।
১৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম