শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:২৭:৪৬

শিয়াল আতঙ্কে ৫ গ্রামের মানুষ, আহত ৩৩

শিয়াল আতঙ্কে ৫ গ্রামের মানুষ, আহত ৩৩

নারায়ণগঞ্জ : শিয়াল আতঙ্কে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচ গ্রাম।  ৩ দিনে শিয়ালের আক্রমণে আহত হয়েছেন ৩৩ জন নারী-পুরুষ।
 
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামেই আহত হয়েছেন ৮ জন।
 
আহতদের মধ্যে ফাতেমা, জনি, তাকমিনা, হালিমা, নজরুল ও আজিজুলকে ঢাকা মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
 
স্থানীয়রা জানান, ঈদের রাত থেকে খাগকান্দা ইউনিয়নের ৫টি গ্রামে শিয়ালের উৎপাত শুরু হয়। কোরবানি করা পশুর রক্ত ও বর্জ্যের আকর্ষণে শিয়ালের পাল উৎপাত শুরু করে।  ওই রাতেই শিয়ালের আক্রমণে ওই ৫ গ্রামের বিভিন্ন এলাকার ২৫ জন আহত হন।
 
আহতদের মধ্যে মোহনপুর গ্রামের জহিরুলের ছেলে হৃদয় (১৬), রহিমের স্ত্রী আক্তার বেগম, খালেকের ছেলে বারেক (৫০), ডোমারচর গ্রামের মালেকের ছেলে শহিদুল্যাহ (৪৫), দুলালের ছেলে রাসেল (২২), মোস্তফার মেয়ে মহিমা বেগম(৪৮) ও পাঁচানী গ্রামের হাবিবুরের ছেলে আলাউদ্দিনকে (৪৫) মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
 
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল ভুঁইয়া বলেন, শিয়ালের কামড়ে আতঙ্কিত কিছু নেই।  শিয়ালের কামড়ের চিকিৎসা আমরা দিচ্ছি।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিউল আজম খান জানান, শিয়াল ধরার ব্যাপারে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।  তারা না পারলে প্রয়োজনে চিড়িয়াখানা অথবা সাফারি পার্ক কর্তৃপক্ষকে জানাব।
১৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে