নারায়ণগঞ্জ : বর্তমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর প্রতিদ্বন্দ্বিতা করবে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লাঙ্গল। যদি তিনি নির্বাচন করেন তবে তার প্রতিদ্বন্দ্বী হবেন এরশাদ মনোনীত একজন।
হতে পারেন তিনি প্রয়াত সাংসদ একে এম নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান, তার পুত্র আজমেরী ওসমান, সাংসদ সেলিম ওসমান।
তবে তা নির্ভর করবে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সিদ্ধান্তের ওপর। তিনি যাকে মনোনিত করবেন তাকেই মেয়র প্রার্থী হতে হবে।
সিটি নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিলে নির্বাচন নিয়ে শুরু হবে নতুন মেরুকরণ। প্রতিদ্বন্দ্বিতা আরো তীব্র বলে মনে করছেন ভোটাররা।
তবে কে হবেন মেয়র প্রার্থী তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অবশ্য সিটি নির্বাচন নিয়ে সেলিম ওসমান বরাবরই নীরব রয়েছেন।
সূত্র জানায়, নারায়ণগঞ্জে জাতীয় পার্টির একটা অবস্থান রয়েছে। জাপার প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টির খুব ভালো অবস্থান ছিল।
তিনি জাতীয় পার্টি থেকে দুই দুইবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তারই ধারবাহিকতায় তার ভাই সেলিম ওসমান জাতীয় পার্টির ব্যানারে সাংসদ নির্বাচিত হন। জাপার কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ের সাংসদ নির্বাচিত হন।
এদিকে আগামী পহেলা অক্টোবর সিলেট থেকে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচনী প্রচারণা শুরু করার কথা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এ প্রচারণা বলে জানা গেছে।
জাপার নেতাকর্মীদের মাঠে সক্রিয় করতে নতুন করে কাজ শুরু করেছে জাপা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশগ্রহণ, জাপার সাংগঠনিক শক্তিকে আরো শক্তিশালী করার প্রক্রিয়া বলে মনে করেন অনেকে।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জাপার ব্যানারে লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে নামলে জাতীয় পার্টির নেতাকর্মীরা আরো চাঙ্গা হবে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা।
২৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম