শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ১০:২৬:৩৯

ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণ, আহত ৪

ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণ, আহত ৪

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় একটি স্টিল কারখানায় বিস্ফোরণে অনন্ত চার শ্রমিক আহত হয়েছেন। রাজধানী স্টিল মিলে শুক্রবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহত চার শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ওই স্টিল মিলের সুপারভাইজার মেহেদি হাসান জানান, কারখানার লোহা গলানোর যন্ত্রে (বাট্টি) বিস্ফোরণ হয়। এ সময় চার শ্রমিক দগ্ধ হন। তাদের দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। সকাল সাড়ে ৮টার দিকে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহতরা হচ্ছেন- মোহাম্মদ ফজলুল হক (৫৫), আবদুল খালেক (৬৫), নয়ন (২৫) ও মনির হোসেন (৪৫)। ফজলুল হকের শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কানজক বলে জানিয়েছে বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক। বাদিকের শরীরের ৮ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে