রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ০৫:৪৮:১৮

নৌকা না পেয়ে হতাশ আনোয়ার, বন্ধ মোবাইল

নৌকা না পেয়ে হতাশ আনোয়ার, বন্ধ মোবাইল

তানভীর হোসেন: শুক্রবার রাত ৮টা পর্যন্ত খোলা ছিল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোন। তবে সোয়া ৮টার পর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা থেকে খবর আসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রস্তাবনায় থাকা আনোয়ার হোসেনকে বাদ দিয়ে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপরই বন্ধ হয়ে যায় আনোয়ার হোসেনের মোবাইল।

শনিবার সকাল থেকে রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়েও আনোয়ার হোসেনের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। দিনভর তিনি বাসাতেও ছিলেন না। যদিও সকাল ১১টার পর সেলিনা হায়াৎ আইভী শহরের দেওভোগে আনোয়ার হোসেনের বাসায় গিয়ে ফ্ল্যাটটি তালাবদ্ধ পান।

আনোয়ার হোসেন কোথায় আছেন জানেন না তার ঘনিষ্টজনরাও। পরে যোগাযোগ করা হয় আনোয়ার হোসেনের মুখপত্র জিএম আরাফাতের সঙ্গে; যিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মোবাইলে তিনি বলেন, ‘আনোয়ার হোসেন এ মুহূর্তে কোথায় আছেন জানি না।’

তিনি আরও জানান, আনোয়ার হোসেনের পক্ষে তৃণমূলের নেতাকর্মীরা সমর্থন দিয়েছিলেন। কিন্তু সে মতামত গ্রহণ না করায় দলের তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীরা হতাশ। কিন্তু তারপরও যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।

গত ১৫ নভেম্বর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আনোয়ার হোসেনের জন্য তিনজন মুখপত্র নির্ধারণ করা হয় যাদের মধ্যে একজন জিএম আরাফাত। ওই সভাতেই আনোয়ার হোসেনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। পরে গত ১৭ নভেম্বর রাতে সেলিনা হায়াৎ আইভীও কেন্দ্রে মনোনয়ন চান। তবে ১৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড আইভীকে মনোনয়ন দেন।-বাংলাট্রিবিউন

২০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে