নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
রোববার বেলা ১১টায় আইভীর পক্ষে তার ব্যক্তিগত সহকারি (পিএ) আবুল হোসেন জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রিটার্নিং অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার বলেন, ডা. সেলিনা হায়াত আইভী এখনও বর্তমান মেয়র পদ থেকে পদত্যাগ করেননি। তবে আবার নির্বাচন করতে চাইলে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখের আগেই তাকে পদত্যাগ করতে হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
জানা য়ায়, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ নির্বাচনে মেয়র পদে থেকে নির্বাচন করা যাবে না বলে জানিয়েছে ইসি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইসির জারি করা এক বিশেষ পরিপত্র থেকে এ তথ্য জানা যায়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর, বাছাই ২৬ ও ২৭ নভেম্বর আর প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। ভোট গ্রহণ ২২ ডিসেম্বর।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ডা. আইভী ছাড়াও আজ ওয়াকার্স পার্টি থেকে মেয়র পদে মাহাবুবুর রহমান ইসমাইল ও কল্যাণ পার্টির পক্ষ থেকে রাশেদ ফেরদৌস মনোনয়নপত্র ক্রয় করেছেন। -যুগান্তর।
২০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস