মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬, ১২:৪৯:০১

নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর যা বললেন সাখাওয়াত

নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর যা বললেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, এই নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তিনি আরো বলেন, বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাখাওয়াত হোসেনকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর নারায়ণগঞ্জে এক প্রতিক্রিয়ায় সাখাওয়াত এ কথা জানান।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। কিন্তু মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ আছে। মানুষ ভোট দিতে চায়। একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উচিত প্রশাসনে যারা দলীয় কর্মকর্তা আছেন, তাদের সরিয়ে নিরপেক্ষদের বসানো। এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না।’

সাখাওয়াত হোসেন আলোচিত সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী। তিনি বিএনপি-সমর্থক পেশাজীবী। রাজনীতিতে সক্রিয় হলেও বিএনপিতে তার কোনো পদ নেই
২২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে