সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ১০:৫০:০২

নাসিকে আজ থেকে প্রতীক নিয়ে মাছে নামবেন প্রার্থীরা

নাসিকে আজ থেকে প্রতীক নিয়ে মাছে নামবেন প্রার্থীরা

নারায়ণগঞ্জ: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে ‘প্রতীক’ বরাদ্দ দেয়া হবে আজ সোমবার। এরপরই তারা সেই প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন।

এই সিটিতে এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই এই নির্বাচনে মেয়র প্রার্থীরা লড়বেন তাদের দলীয় প্রতীক নিয়ে। কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় প্রতীক নিয়ে মেয়র প্রার্থীদের তেমন একটা দুশ্চিন্তা নেই। পছন্দের প্রতীক প্রাপ্তির ক্ষেত্রে মূল লড়াইটা হবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। তাই একই প্রতীকের জন্য একাধিক প্রার্থীর মাঝে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনাই বেশী রয়েছে। সেক্ষেত্রে লটারীর মাধ্যমে বরাদ্ধ দেওয়া হবে কাউন্সিলর প্রার্থীদের প্রতীক। তাই নির্বাচনী লড়াইয়ে নামার আগে কাঙ্খিত প্রতীক পাওয়ার যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের।

এদিকে প্রতীক বরাদ্দের পরই শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। চলবে ২০ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রার্থীরা শুভেচ্ছা বিনিময়ের নামে শুরু করে দিয়েছেন তাদের নির্বাচনী গণসংযোগ। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশ হলেও ঠেকানো যায়নি তাদের কর্মকান্ড।

তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। এ ছাড়াও প্রার্থীদের আচরণবিধি লক্ষ্য রাখতে প্রতীক বরাদ্দের পর থেকে ২৭টি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন নাসিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচনে মোট ২৭টি ওয়ার্ড রয়েছে। যেখানে এবার মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দীতা করবেন বলে জানান রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার।
০৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে