শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ০৮:১৫:৪২

আমার দোষ বেশি, আমিও আইভীকে কষ্ট দিয়েছি : শামীম ওসমান

আমার দোষ বেশি, আমিও আইভীকে কষ্ট দিয়েছি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ থেকে : আইভীই কি শুধু আমাকে কষ্ট দিয়েছে। আমিও তো আইভীকে কষ্ট দিয়েছি। আমার দোষটা খুব বেশি, কারণ আমি বড় ভাই। আমাদের মাঝে সামান্য মনমালিন্য থাকতে পারে তবে দলের বৃহত্তর প্রয়োজনে আমাদের কোনো ভুল বুঝাবুঝি নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে ‘ছোট বোন’ সম্ভাষণ করে নৌকা প্রিন্ট করা শাড়ি উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শাড়ি উপহার দেয়ার কারণ হিসেবে শামীম ওসমান মনে করেন আইভী এই শাড়ি পড়ে নির্বাচনী প্রচারণায় গেলে মানুষ মনে করবেন আইভীর সঙ্গে শামীম ওসমান রয়েছে। তবে শাড়িটি আইভীকে সরাসরি না দিলেও শাড়ি দুইটি আইভীর কাছে পৌঁছে দিবেন বলেও জানান তিনি।

শাড়ি উপহার দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো প্রচারে নামতে পারবো না। তাই আমার বোনের জন্য নৌকা প্রতীকের দুটি শাড়ি বানিয়ে দিয়েছি নারায়ণগঞ্জের বিখ্যাত রঙ থেকে। আমার বোন এটি পড়ে প্রচারণা করলে তার মনে পড়বে তার বড় ভাই শামীম ওসমান তার সঙ্গে আছে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রসঙ্গে শুক্রবার বিকেল ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এ সংবাদ সম্মেলনে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, যদি আমি না নামি, আইভী নিজেও যদি না নামে নৌকা একাই চলবে। কারণ নৌকার কোনো সাপোর্ট প্রয়োজন নেই আর আমরা নৌকার মালিক না। নৌকার মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, আইভীকে আমি একটি শাস্তি দিব, আপনাদের সবাইকে নিয়ে আমাদের নেত্রীর সামনে গিয়ে আইভীকে সেই শাস্তি দিব, ওকে আমি ফাইন করবো আইসক্রীম, কারণ আমি আইসক্রীম খেতে পছন্দ করি আই লাভ আইসক্রীম। আমাদের মাঝে সামান্য মনমালিন্য থাকতে পারে তবে দলের বৃহত্তর প্রয়োজনে আমাদের কোনো ভুল বুঝাবুঝি নেই।

এসময় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, জিএম আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে