শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৭:৩৯

‘শামীম ওসমান ধানের শীষে ভোট দেবেন’

‘শামীম ওসমান ধানের শীষে ভোট দেবেন’

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান নিজেই নৌকায় ভোট না দিয়ে ধানের শীষে ভোট দেবেন বলেন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমুর আলম।

তিনি বলেন, শামীম ওসমান সাহেব একজন এমপি হয়ে নাসিক নির্বাচন নিয়ে বিরোধী দলের নেতাদের বিষয়ে যে ধরনের আপত্তিকর বক্তব্য দিয়েছেন তা কখনোই যুক্তিসঙ্গত নয়।

শামীম ওসমান সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করার যে ঘোষণা দিয়েছে তা কতটুকু বাস্তবায়িত হবে তা দেখার বিষয়। নারায়ণগঞ্জের জনগণ এবং আমি মনে করি শামীম ওসমান নিজেই ধানের শীষে ভোট দেবেন।

শুক্রবার রাতে শামীম ওসমানের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে তৈমুর আলম খন্দকার এ মন্তব্য করেন।  

তিনি আরো বলেন, খালেদা জিয়ার মনোনীত প্রার্থীর পক্ষে বিএনপির নেতৃবৃন্দরা প্রথম থেকে সাখাওয়াতের পক্ষে কাজ করতে শুরু করেছেন। বিএনপিতে নেতাদের নিয়ে যে ধরনের বিরোধ ছিল, নাসিক নির্বাচন নিয়ে সেই ধরনের কোনো বিরোধ নেই। বিএনপির প্রার্থীকে নির্বাচিত করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছেন।

কিন্তু আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেয়া হলেও শামীম ওসমানসহ তার অনুসারী নেতাকর্মীরা নীরব ভূমিকা পালন করে আসছিল। নৌকা প্রার্থীর পক্ষে শামীম ওসমানসহ নেতাকর্মীদের কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করে নির্দেশ দেন। তারপরও শামীম ওসমান অনুসারী নেতাকর্মীরা নানা ধরনের তালবাহানা করেন। এমনকি আইভীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলেন।
 
প্রসঙ্গত, শুক্রবার বিকেল ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন মরহুম নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংসদ শামীম ওসমান বলেছেন, অ্যাড. আবুল কালাম, তৈমূর আলম খন্দকার ও গিয়াস উদ্দিনের মত নেতাদের কথায় মানুষ ধানের শীষে ভোট দিবে না। এমনকি তাদের ঘরের লোকও ভোট দিবে না। কারণ বিগত দিনে বিএনপি দেশে যেভাবে ঘুমন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে এর জবাব জনগণ দিবে।
১০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে