নারাষণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
শনিবার দুপুরে নাসিক নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সিইসি বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি ভাল আছে। সেখানে আইনশৃঙ্খলাবাহিনীর নিয়মিত সদস্যারাই নিরপত্তা দিতে পারবে। ভোটকেন্দ্রের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে।
অস্ত্র উদ্ধার অভিযান প্রসঙ্গে তিনি বলেন, শিঘ্রই অস্ত্র উদ্ধার অভিযান চালানো হবে। এজন্য দৃশ্যমান উদ্যোগ নেয়ার আশ্বাস দেন সিইসি।
নারায়ণগঞ্জের সরকারদলীয় এমপি শামীম ওসমানের শুক্রবারের সংবাদ সম্মেলনের প্রসঙ্গে রকিবউদ্দিন বলেন, তার (শামীম ওসমানের) কর্মকান্ডে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি।
১০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম