নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘যদি কোনও ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ না হয় তাহলে ধানের শীষ বিপুল ভোটে জিতবে। এতে সন্দেহের কোনও অবকাশ নাই। আমি আশা করবো নির্বাচন কমিশন তাদের এবার এ ধরনের কিছু করবে না।’
রবিবার সকাল থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দরে ২৪ ও ২৫নং ওয়ার্ডে গণসংযোগের সময়ে সাংবাদিকদের এসব কথা বলেন সাখাওয়াত।
তিনি বলেন, ‘আমি নদী পার হয়ে এসেছি। আমি দেখেছি মানুষের কি কষ্ট। নদীর দুই পাড়ের মানুষই চায় দ্রুত একটি সেতু। আমি নির্বাচিত হতে পারলে প্রথমেই সেতু নির্মাণের কাজ শুরু করবো।’
তিনি বলেন, ‘গ্যাস বিদ্যুতের পাশাপাশি হোল্ডিং ও ট্রেড লাইসেন্স ফি কমানো হবে। এসব ট্যাক্সের কারণে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।’
সাখাওয়াত বলেন, ‘আমি একটি মাস্টারপ্লান করে কাজ করবো। নারায়ণগঞ্জে অনেক সমস্যা যা বিগত দিনে দূর হয়নি। আমি মেয়র হলে সবাইকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সমস্যা সমাধানে উদ্যোগ নেব।’
‘ধানের শীষের জোয়ার’ বইছে দাবি করে সাখাওয়াত বলেন, ‘যেখানেই যাচ্ছি মানুষ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সবাই ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে।’
১৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম