মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ১০:৩৪:৩১

নারায়ণগঞ্জে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি

নারায়ণগঞ্জে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সোমবার  রাত ১২টা থেকে বহিরাগতদের অবস্থানে থাকছে নিষেধাজ্ঞা।

নগরীতে মাইকিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে নাসিকের বাসিন্দা বা ভোটার নন এমন ব্যক্তিরা সোমবার রাত ১২টার পর থেকে এলাকায় অবস্থান করতে পারবেন না বলে জানানো হয়ছে। ফলে বহিরাগতদের রাত ১২টার আগেই এলাকা ছাড়ার জন্য মাইকিং করেছে স্থানীয় প্রশাসন।

সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন কোন ব্যক্তি ১৯ ডিসেম্বর সোমবার রাত ১২টার পর থেকে নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় অবস্থান করতে পারবেন না। এর পূর্বেই তাদেরকে এলাকা ত্যাগ করতে হবে। যদি কোন বহিরাগত ব্যক্তি অবস্থান করে এবং নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে নির্বাচনের তিনদিন বাকি থাকতে সোমবার ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসাবে নগরে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে (নাসিক) আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। র্যাব ও পুলিশের বাড়তি টহলের পাশাপাশি বিজিবির সদস্যরা বিকেল থেকে মাঠে নেমেছেন।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্যকে ‘যার যার দায়িত্বে রাখা’হয়েছে সেখানে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সাতটি বাহিনী থাকবে। বিজিবি সদস্যরা কাজ করবেন মূলত স্টাইকিং ফোর্স ও মোবাইল ফোর্স হিসেবে।

এর মধ্যে সিদ্ধিরগঞ্জে ১২ প্লাটুন, সদরে সাত প্লাটুন ও বন্দর এলাকায় ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে । প্রতিটি প্লাটুনের সদস্য সংখ্যা ২০ জন।

অন্যদিকে নির্বাচনী এলাকায় ১৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করাও হয়েছে।
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে