নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বৃহস্পতিবার দুপুরের দিকে সিটি করপোরেশন নির্বাচনের ভোট দেবেন। নারায়ণগঞ্জ বার একাডেমি কেন্দ্রে ভোট দেবেন তিনি। মাহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে একই কেন্দ্রে সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে ভোট দেন নাজমা বেগম নামের এক ভোটার। এই কেন্দ্রটি ১২ নম্বর ওয়ার্ডের অধীন। ভোট শুরু হতে না হতেই বার একাডেমি কেন্দ্রের ভেতরে ভোটারদের জটলা ও কিছুটা বিশৃঙ্খলা দেখা গেছে।
৭৯ নম্বর কেন্দ্র
১২ ওয়ার্ডের ৩টি কেন্দ্রের মধ্যে ৭৭ নম্বর কেন্দ্রের সব ভোটার পুরুষ। আর ৭৯ নম্বর কেন্দ্রের সব ভোটার নারী। ৭৭ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. বাহাউদ্দিন বলেন, ‘ভোট শুরু হওয়ার আগে থেকেই কেন্দ্রে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে বলে আমরা আশা করছি।’
৭৯ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মকবুল হোসেন বলেন, ‘এই কেন্দ্রে ৩০১১ জন নারী ভোটার ভোট দেবেন। ভোটার উপস্থিতি ভালো। তবে নারীরা বাড়ির কাজ শেষে দুপুরের পর থেকে আসতে শুরু করবেন বলে আমরা ধারণা করছি।’
নারায়ণগঞ্জ বার একাডেমির ৭৭ নম্বর কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর এজেন্ট সাইদুর রহমান বলেন, ‘ভোট শান্তিপূর্ণভাবে হবে। ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত কোনও শঙ্কা নেই।’
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম