নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে আজ বৃহস্পতিবার সকাল ৮টায়। ভোটগ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নির্বাচন কমিশন নিয়েছে। নাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা কোথায় ভোট দেবেন তা জানিয়েছেন আগেই।
সকাল ৮টায় নগরীর ১৩নং ওয়ার্ডের মাসদাইরের আদর্শ স্কুল ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একই কেন্দ্রে সকাল ৯টার দিকে ভোট দিবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
সকাল সাড়ে ৯টায় ১৬নং ওয়ার্ডের দেওভাগ শিশুবাগ এলাকায় ভোট দিবেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়া সকালে সাড়ে ৮টার দিকে ১২নং ওয়ার্ডের খানপুরের নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল ভোটকেন্দ্রে ভোট দিবেন ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মুফতী মাসুম বিল্লাহ। সকাল সাড়ে ৮টার দিকে ইসলামি ঐক্যজোট বাংলাদেশের মিনার প্রতীকের মুফতি ইজহারুল হক ভোট দিবেন সরকারি তোলারাম কলেজ কেন্দ্রে।
উল্লেখ্য, নাসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপি’র মনোনীত প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও সম্প্রতি এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী কামাল প্রধান ও কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের রাশেদ ফেরদৌস ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনি প্রচারণা থেকে সরে দাঁড়ান।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম