বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪৭:০৫

সিদ্ধিরগঞ্জের ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কেমন চলছে ভোটগ্রহণ?

সিদ্ধিরগঞ্জের ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কেমন চলছে ভোটগ্রহণ?

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামী নুর হোসেনের এলাকা হচ্ছে সিদ্ধিরগঞ্জ। এ থানায় ওয়ার্ড সংখ্যা ১০টি। এর সবগুলোকেই নির্বাচন কমিশন (ইসি) ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে কোনও অপ্রীতিককর ঘটনা ঘটেনি। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবেই সেখানে ভোট গ্রহণ চলছে।

৮ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনকালে সেখানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের চিত্র দেখা গেছে। এ কেন্দ্রে ভোটার সংখ্যা চার হাজারের বেশি। এখন পযর্ন্ত ১৫০ ওপরে ভোট পড়ছে। কেন্দ্রে বুথ আছে ৯টি। এর মধ্যে ৫টি নারী ও ৪ পুরুষের জন্য।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামরুল হাসান বলেন, ‘এখনও পর্যন্ত কোনও ঝুঁকি নেই। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হলেও এখনও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ধরনের কোনও ঘটনা ঘটলে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে।’

প্রত্যেক বুথে নৌকা, ধানের শীষ ও কাউন্সিলর প্রার্থীদের একজন করে এজেন্ট রয়েছেন। এজেন্টরা বলেছেন, এখন পযন্ত আমার ঝুঁকিমুক্তভাবেই কাজ করছি।

সিদ্ধিরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখনও ভালো। ভোট কেন্দ্রগুলোয় আনসার, পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর কেন্দ্রের বাইরে টহল দিচ্ছে বিজিবি ও র‌্যাব সদস্যরা।

ইসি প্রদত্ত কার্ড ও মোটরসাইকেলে স্টিকার থাকার পরও খবর সংগ্রহের কাজে কোনও কোনও কেন্দ্রে ঢুকতে গণমাধ্যম কর্মীদের পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে