বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ১০:০২:৩৪

ভোটকেন্দ্র দেখতে এসে নিরাপত্তা পরিস্থিতি নিযে যা বললেন জেলা পুলিশ সুপার

ভোটকেন্দ্র দেখতে এসে নিরাপত্তা পরিস্থিতি নিযে যা বললেন জেলা পুলিশ সুপার

নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশ (নাসিক) নির্বাচনে ভোটার ও প্রার্থীদের গণতান্ত্রিক ভোটাধিকার নিশ্চিত করবো বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মুইনুল হক।

বৃহস্পতিবার মাসদাইল আদর্শ স্কুলের ৮৩ নম্বর কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মইনুল হক বলেন, ‘নির্বাচনের ১৭৪টি কেন্দ্রই আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে আমরা সব কেন্দ্রকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। আমরা বিশ্বাস নারায়ণগঞ্জের ভোটাররা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন ইতিহাসে উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা এখানের প্রায় পৌনে লাখ ভোটারের নির্বিঘ্নে ভোট দেওয়া ও প্রার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবো।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের ফৌজদারির কার্যবিধি অনুযায়ী ওইসব কেন্দ্রগুলোতে ব্যবস্থা নেব।’
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে