বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ১০:২৯:০৬

ভোট দিয়ে ফলাফল নিযে যা বললেন আইভী

ভোট দিয়ে ফলাফল নিযে যা বললেন আইভী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ১৬নং ওয়ার্ডের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে সরকার দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘একজন মানুষকে সবাই পছন্দ করবে, এমন কোনো কথা নেই। তাই নির্বাচনে ফলাফল যাই হোক তা মেনে নেব’।

তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমার মধ্যে ভয়-শঙ্কা থাকবেই। কিন্তু আমার প্রত্যাশা, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।

মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন আইভী।

এ দিকে, সকাল সোয়া ৮টায় নগরীর মাজদাইল এলাকায় ৮৩ নাম্বার কেন্দ্র আদর্শ স্কুলে ভোট দেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

ইসির হিসাব অনুযায়ী, ২৭ ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২ ও মহিলা ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

নির্বাচনে ভোট কেন্দ্র ১৭৪টি। এর মধ্যে ৪টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। ভোটকক্ষের (বুথ) সংখ্যা ১ হাজার ৩০৪টি। ভোট গ্রহণে চার হাজারের বেশি নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে