বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ০২:৪৬:২৮

উদ্বিগ্ন আইভী!

উদ্বিগ্ন আইভী!

উদিসা ইসলাম : সকাল সাড়ে ৯টা থেকে এখন পর্যন্ত টানা কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এসময় নারী ভোটারদের ভোট না দিয়ে ফিরে যাওয়া এবং দলের কর্মীদের ঠিক মতো কেন্দ্রের সামনে থাকার সুযোগ না দেওয়াসহ বেশকিছু বিষয়ে তাকে উদ্বিগ্ন দেখা গেছে। এ নিয়ে একটি কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটে এবং আরেক কেন্দ্রে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন। তবে এ নিয়ে মিডিয়াকে কিছু বলতে রাজি হননি তিনি।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইমরুল হোসেনকে বলেন, ‘আমার নারী ভোটারদের মোবাইল বন্ধ করে বাড়িতে রেখে কেন্দ্রে আসতে বলেছিলাম। তবে তারা মোবাইল সঙ্গে আনায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।’

নারীরা আবার আসবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোবাইল নিয়ে ঢুকে কেউ ফেসবুকে ছবি যাতে ছেড়ে দিতে না পরে সেজন্য এ ব্যবস্থা করা হয়েছে।’

এর পরপরই আইভীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘না, এসব ছোটখাটো ঘটনা ঘটবেই। আমার কর্মীদের ব্যাজ খুলে রাখতে বলা হয়েছে। আমি বলেছি, যা নিয়ম তা মানবে। কিন্তু কেন্দ্র ছেড়ে যাবে না, নির্বাচনে এসব ঘটে।’

দুপুর ১টার দিকে সাফুরা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে যান আইভী। সেখানে থাকা কর্মী ও ভোটারদের কাছ থেকেও নারী ভোটারদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ পান তিনি। এরপর উদ্বিগ্ন হয়ে তাকে টেলিফোনে কয়েক জায়গায় এ বিষয়ে কথা বলতে দেখা গেছে। তবে মিডিয়ার সামনে এ নিয়ে তিনি মুখ খোলেননি।

আইভী বলেন, ‘নারীরাই আমার প্রধান ভোটার। তাদের ফিরিয়ে দেওয়ার খবর পাচ্ছি সব জায়গায়। এসব কারা করছে সে বিষয়ে আমি কিছুই বুঝতে পারছি না।’ এসময় তাকে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা গেছে।

নারীদের এভাবে ফিরে যাওয়ার কারণে নির্বাচনের ফলাফলে কোনও প্রভাব পড়বে বলে মনে করছেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই আমি তা বলতে চাই না। দেখছেন তো সব জায়গায় যাচ্ছি। কিন্তু নারীদের ফিরিয়ে না দিয়ে মোবাইল বন্ধ করে ভোট দিতে দিলে সমস্যা কি সেটা বুঝতে পারছি না।’ এসময় তাকে বেশ উদ্বিগ্ন দেখালেও তিনি গণমাধ্যম কর্মীদের সামনে উদ্বেগ প্রকাশ করতে চাননি। ক্যামেরা ও সাংবাদিকরা সরে গেলে তিনি কর্মীদের বুঝিয়ে বলেন, ‘নারীরা যেন কোনোভাবেই না ফিরে যায়, খেয়াল রেখো।' কিন্তু ক্যামেরার সামনে বলেন, তিনি এসব ছোটখাটো ঘটনা নির্বাচনে ঘটবেই। -বাংলা ট্রিবিউন।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে