নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ শেষ। তবে কেন্দ্রে এসেও যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট দিতে পারেননি এখন তাদের ভোটগ্রহণ চলছে।
শেষ মুহূর্তে এসে চাষাড়া নামের একটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কিছুক্ষণের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ভোটাররাও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন। সবগুলো কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
এঘটনা ছাড়া নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত শেষ হয়েছে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। কোথাও কোন সংঘর্ষের ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর দেশের কোথাও এমন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হলো।
২২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস