নারারণগঞ্জ থেকে : নারারণগঞ্জ সিটি নির্বাচনে ভোটের শেষ বেলায় তিনি ছিলেন নগরীর চাষাঢ়া এলাকায়। ক্লান্ত আইভী গাড়িতে বসেই কথা বলছিলেন দলের কর্মী-সমর্থকদের সঙ্গে। ঠিক এই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন শামীম ওসমানের বড় ভাই সদর ও বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
আইভী আছেন, জানতে পেরে ভোটকেন্দ্রে না গিয়ে তার গাড়ির কাছে ছুটে আসেন তিনি। এরপর দুই নেতার মধ্যে হয় ক্ষণিকের কথোপকথন। আর সেটাই এখন নগরীর এক আলোচিত বিষয়। সেলিম ওসমান এগিয়ে আসছেন দেখে গাড়ি থেকে নামেন আইভী। সালাম দিয়ে সম্ভাষণ জানান তিনি।
এ সময় আইভীর চোখেমুখে ক্লান্তির ছাপ এড়ায়নি সেলিম ওসমানের। তিনি বলেন, ‘কি হয়রান হয়ে গেছো?’।
জবাবে আইভী বলেন, হ্যাঁ, হয়রান হয়ে গেছি। ঘোরা ফেরা, বিভিন্ন কেন্দ্রে যাওয়া। সার দিনই তো ঘুরতে হয়েছে।’
এরপর সেলিম ওসমান বলেন, ‘কী অবস্থা।’ আইভী বলেন, ‘এই তো, চলছে আরকি।’
এরপর সেলিম ওসমান আইভীর মাথায় হাত বুলিয়ে তাকে দোয়া করেন। বলেন, ঠিক আছে, ভালো থাকো।
সব মিলিয়ে মিনিট দুয়েক ধরে চলে দুই নেতার মধ্যে এই কুশল বিনিময়। আশেপাশে যারা ছিলেন তারা সবাই উৎসুক হয়ে উঠেন। মোবাইল ফোনে কেউ ভিডিও, কেউ বা ছবি তুলতে থাকেন।
আইভীর সঙ্গে কথা বলার পর সেলিম ওসমান হেঁটে ভোটকেন্দ্রের দিকে যান। আর আইভীও তার গাড়িতে উঠে ওই এলাকা ছাড়েন।
২২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস