বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ০৮:০৮:৩৯

দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে গেলেন আইভী

দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে গেলেন আইভী

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সাখাওয়াত হোসেন খানকে আরো পিছনে ফেলে এগিয়ে গেলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সাখাওয়াত ও আইভীর মধ্যে ব্যবধান প্রায় দ্বিগুণ।

এখন পর্যন্ত পাওয়া ১১৪টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী আইভী নৌকার প্রতীকে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৬৪। আর ধানের শীষ প্রতীকে সাখাওয়াত পেয়েছেন তার প্রায় অর্ধেক ৬৩ হাজার ৮৪৮ ভোট।

এই নির্বাচনে মোট ১৭৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। শুরু থেকেই যত বেশি কেন্দ্রের ফলাফল আসছে, তত বেশি ব্যবধানে এগিয়ে যাচ্ছেন আইভী। সাখাওয়াত এমনকি নিজ কেন্দ্রেও জিততে পারেননি। সেখানেও জিতেছেন আইভী।

উল্লেখ্য, ইসির হিসাব অনুযায়ী, ২৭ ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৭৪টি। এর মধ্যে ৪টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। ভোটকক্ষের (বুথ) সংখ্যা ১ হাজার ৩০৪টি। ভোটগ্রহণে চার হাজারের বেশি নির্বাচনি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

২০১১ সালের ৩০ অক্টোবর প্রথমবারের মতো নাসিকে ভোট হয়েছিল। ওই নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালের ২৩ জুন দেশের সপ্তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু করে নাসিক। সিদ্ধিরগঞ্জ, কদমরসূল ও নারায়ণগঞ্জ পৌরসভাকে ২৭টি ওয়ার্ডে বিন্যস্ত করে ৫ মে গঠিত হয় নাসিক। ৭২.৪৩ বর্গ কি.মি. আয়তনের এই সিটি করপোরেশনের বাসিন্দা প্রায় ৭ লাখ ১০ হাজার।
২২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে