নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অদৃশ্য অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় নারায়ণগঞ্জ শহরে নিজ বাসভবনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। তবে নির্বাচনে অদৃশ্য অনিয়ম হয়েছে। ভোট গণনায় গণ্ডগোল আছে।
বেসরকারি ফল অনুযায়ী ১৭৪টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী আইভীর নৌকা প্রতিক পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২৬ ভোট এবং পরাজিত সাখাওয়াতের ধানের শীষ পেয়েছে ৯৬ হাজার ৬৭৪ ভোট। অর্থ্যাৎ ৮০ হাজার ১৫২ ভোটের ব্যবধানে জিতেছেন আইভী।
বৃহস্পতিবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৪টি।
২২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস