নারায়ণগঞ্জ : বিশাল ব্যবধানে জয়ে মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারায়নগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ার পর ডা. সেলিনা হায়াৎ আইভী ফোনে কথা বলেছেন বিএনপির পরাজিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে।
ফোনালাপে শুক্রবার সকালে দু’জনে এক সাথে নাশতা করার ইচ্ছে প্রকাশ করেছেন বিজয়ী মেয়র আইভী। এসময় আইভীকে ধন্যবাদ জানান সাখাওয়াত।
১৭৪ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। ৭৭ হাজার ৯০২ ভোটের ব্যবধানে জয়ী হন আইভী।
জয়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, জনগণ আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি নির্বাচনী ওয়াদা পূরণ করবো। গত মেয়াদে অসমাপ্ত কাজ এ মেয়াদে শেষ করবো।
তিনি আরো বলেন, এ বিজয় নারায়ণগঞ্জবাসীর।আপনারা আমাকে ভোট দিযে নির্বাচিত করেছেন। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি।
অন্যদিকে পরাজয়ের পর নির্বাচনে অদৃশ্য অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। তবে নির্বাচনে অদৃশ্য অনিয়ম হয়েছে। ভোট গণনায় গণ্ডগোল আছে।
২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি