নারায়ণগঞ্জ : বয়স ৯০ পেরিয়ে গেছে সুফিয়া খাতুনের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে একাই কেন্দ্রে এসেছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় শহরের ১৬নং ওয়ার্ডের দেওভাগ শিশুবাগ ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
সুফিয়া খাতুন বলেন, মরার আগে আরো একবার শেখ হাসিনাকে ভোট দিতে চাই। নারায়ণগঞ্জ নিয়ে সেলিনা হায়াৎ আইভীর প্রশংসা করে তিনি আরো বলেন, ‘আমাগো কপাল আইভীর মতোন মাইয়া পাইছি। হেয় এইবারও জিতবো।’
বৃদ্ধার কথাই সত্য হলো প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো নাসিকের মেয়র হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। আইভীর নৌকা প্রতিক পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২৬ ভোট এবং সাখাওয়াত ধানের শীষ প্রতীকে পেয়েছে ৯৬ হাজার ৬৭৪ ভোট।
উল্লেখ্য, ইসির হিসাব অনুযায়ী, ২৭ ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৭৪টি। এর মধ্যে ৪টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। ভোটকক্ষের (বুথ) সংখ্যা ১ হাজার ৩০৪টি। ভোটগ্রহণে চার হাজারের বেশি নির্বাচনি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
২০১১ সালের ৩০ অক্টোবর প্রথমবারের মতো নাসিকে ভোট হয়েছিল। ওই নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালের ২৩ জুন দেশের সপ্তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু করে নাসিক। সিদ্ধিরগঞ্জ, কদমরসূল ও নারায়ণগঞ্জ পৌরসভাকে ২৭টি ওয়ার্ডে বিন্যস্ত করে ৫ মে গঠিত হয় নাসিক। ৭২.৪৩ বর্গ কি.মি. আয়তনের এই সিটি করপোরেশনের বাসিন্দা প্রায় ৭ লাখ ১০ হাজার।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস