সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭, ১১:৫১:৫৩

ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি, রায় কার্যকর দেখে মরতে চান নিহত কাউন্সিলর নজরুলের শ্বশুর

ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি, রায় কার্যকর দেখে মরতে চান নিহত কাউন্সিলর নজরুলের শ্বশুর

নারায়ণগঞ্জ : সাত খুন মামলার রায়ে ন্যায় বিচার হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

সোমবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে চাঞ্চল্যকর এই সাত খুনের মামলায় ২৬ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সাংবাদিকদের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি।’ এ সময় তিনি উচ্চ আদালতের প্রতি ধন্যবাদ জানান।

তিনি বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা থেকে নদী থেকে এই লাশগুলো উদ্ধারের পর আমিসহ তিনজন আইনজীবী উচ্চ আদালতে রিট করি। উচ্চ আদালত এই মামলার মূল আসামিদের অন্যতম র‍্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তার পথ ধরে এই রায়।

আলোচিত সাত খুনের মামলায় ২৬ আসামির মৃত্যুদণ্ডাদেশের রায় কার্যকর দেখতে চান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত ২৬ আসামিকে এই মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপরই রায়ের এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

শহীদুল ইসলাম বলেন, আমরা এ রায়ে খুশি। এ রায়ে যেন দ্রুত কার্যকর করা হয়, এ জন্য সরকারে কাছে জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, এরা (মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত) মানুষ না। এরা পশু, এরা বহু সংসার ধ্বংস করেছে। আদালত রায় দিয়েছে। আদালত উপযুক্ত বিচার করেছে। এখন রায় কার্যকর হলে মনের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে। রায় কার্যকর দেখে মরতে চান তিনি।

রায় ঘোষণার ১০ মিনিট আগে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আদালতে হাজির হন। রায় ঘোষণার সময় কাঁদতে থাকেন নজরুলের শাশুড়ি জ্যোৎস্না বেগম। এ সময় তিনি বলতে থাকেন, এই আসামিরা তার মেয়ের সংসার তছনছ করেছে।

 

এদিকে রায় ঘোষণার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, প্রতিদিনই আমাদের চোখ দিয়ে পানি পড়ে। এই দিনটির অপেক্ষায় ছিলাম। কাঙ্ক্ষিত দিনে কাঙ্ক্ষিত রায় পেয়েছি। এ রায়ের জন্য সরকার ও বিচারককে ধন্যবাদ জানাচ্ছি। তবে আত্মতুষ্টিতে ভুগতে চায় না। আমরা এ রায়ের দ্রুত কার্যকর চায়।

সেলিনা আরো বলেন, আজও হুমকি আসে। স্বামীর মতো পরিণতি বরণ করতে হবে বলে উড়ো চিঠি আসে। এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত শান্তি নেই।
১৬ জানুয়ারী, ২০১৭এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে