নারায়ণগঞ্জ থেকে : সিটি করপোরেশনের সঙ্গে দলীয় কার্যালয় নিয়ে আদালতে মামলায় পরাজয়ের পর এবার মেয়রের শরনাপন্ন হয়েছেন বিএনপির নেতারা। বুধবার (৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটির মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠকের পর স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি নেতারা।
বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে সেলিনা হায়াৎ আইভী বৈঠকের বিষয়টি তৈমূর আলম খন্দকারের কাছ থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেন।
বুধবার বিকালে ওই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, প্রস্তাবিত জেলা বিএনপি কমিটির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি এটিএম কামাল, সহ-সভাপতি সুরুজ্জামান।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমাদের শহরের ৯ তলা ভবন হবে সেটা অবশ্যই প্রশংসনীয়। তবে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আমাদের কার্যালয়ের কাজ শেষ করে সেটি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। কারণ এটি আমাদের একটি আস্থার স্থল। আমরা আমাদের আন্দোলন সংগ্রাম সব কিছুই এখানে করি। তাই যত দ্রুত সম্ভব আমাদের এই কার্যালয় ফিরিয়ে দিতে হবে। আর এ সময়টায় যেন আমরা আমাদের দলীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি সে জন্য আমাদেরকে নতুন একটি স্থান দেওয়া হোক।’
তৈমুর জানান, আইভী তাদের কথা শুনে তাদের বলেছেন যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বিএনপিকে তাদের কার্যালয় ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা আমাদের যতটুকু যায়গা কেনা ততটুকুই চেয়েছি। তার চেয়ে বেশি বা কম আমরা চাই না। আর ভবন করার সময়টায় আমাদের কোথায় অফিস দেওয়া হবে সে ব্যাপারে আমাদেরকে স্থান দেখতে বলেছেন তিনি আমরাও তাকে দেখতে বলেছি।’
প্রসঙ্গত তিন বছর আগেই জেলা বিএনপির কার্যালয় ভেঙে সেখানে ৯ তলা ভবন নির্মাণের পরিকল্পনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। কিন্তু তখন আদালতে মামলা ঠুকে দেন বিএনপি নেতারা। গত ৩০ জানুয়ারি আদালত বিএনপির সেই মামলা খারিজ করে দেন। ফলে এখন আর বিএনপি কার্যালয় ভেঙে সেখানে সিটি করপোরেশনের পরিকল্পনা মাফিক ৯ তলা ভবন করতে কোনও বাধা নেই।
০৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস