নারায়ণগঞ্জ থেকে : ইসলামের আলোকে জীবন পরিচালনার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী। তিনি বলেছেন, ইমান, আকিদা ঠিক রাখতে হলে অবশ্যই কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক), নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩০৩ জনকে উপবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হে নাস্তিকের দল, তোমরা মনে কর তোমাদের এমনি বানানো হয়েছে। সবকিছু এমনি এমনি হয়েছে। কিন্তু তোমরা তো আসল বুঝস না। তোমাদেরও সৃষ্টিকর্তা আছে। তোমরা আল্লাহকে চেন না। অথচ আল্লাহর নেয়ামত গ্রহণ করছ। আল্লাহর নেয়ামতে বেঁচে আছ। তাই সঠিক পথে আস।’
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড জেলা কমিটির সভাপতি আবদুল কাদিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুস, জামিয়া আশরাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবদুল বারী, দারুল উলুম দেওভোগ মাদ্রাসার শায়খুল হাদিস আবদুল গাফফার, জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক ফেরদাউসুর রহমান প্রমুখ।
১৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি