সোমবার, ০৮ মে, ২০১৭, ০২:২৫:২২

সোনারগাঁওয়ে মায়ের কোলে চড়ে পরীক্ষা দিয়ে সফল প্রতিবন্ধী রিনা

সোনারগাঁওয়ে মায়ের কোলে চড়ে পরীক্ষা দিয়ে সফল প্রতিবন্ধী রিনা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মায়ের কোলে চড়ে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৪৫ পেয়েছে প্রতিবন্ধী রিনা আক্তার। তার এ ফলাফলে সে ও তার পরিবার খুশি।

উপজেলার সোনারগাঁও জিআর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সে এসএসসি পরীক্ষা দিয়েছে। রিনা বৈদ্যোরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের মৃত আব্দুল সোবহানের মেয়ে। সে বৈদ্যোরবাজার এনএএম পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। চার ভাই বোনের মধ্যে সবার বড় রিনা।

শিক্ষার্থী রিনা আক্তারের মা মরিয়ম বেগম জানান, মেয়ের এ ফলাফলে তিনি খুবই আনন্দিত। তিনি বলেন, আমার মেয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী। ছোট বেলায় অন্য ছেলেমেয়েদের স্কুলে যেতে দেখে তার পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

দারিদ্র ও প্রতিবন্ধী হওয়ার কারণে প্রথমে পড়ালেখা না করানোর ইচ্ছা থাকলেও পরে তার আগ্রহ দেখে দামোদরদী ব্র্যাকের একটি স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নেই। কিন্তু রিনা প্রতিবন্ধী হওয়ায় ব্র্যাক স্কুলের শিক্ষক নানা অজুহাতে তাকে ভর্তি করাতে অনিচ্ছা প্রকাশ করেন। কয়েকবার অনুরোধের পর তারা রিনাকে ভর্তি করেন। পঞ্চম শ্রেণী পর্যন্ত ব্র্যাক স্কুলে পড়াশোনার পর সে বৈদ্যোরবাজার এনএএম পাইলট উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়। প্রতিদিন তাকে কোলে করে স্কুলে আসা নেয়া করতাম।

তিনি আরো বলেন, রিনা প্রতিবন্ধী কোঠায় সমাজসেবা অফিস থেকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। একটি হুইল চেয়ারও পেয়েছে। স্কুল দূরের পথ হওয়ার কারণে হুইল চেয়ার ব্যবহার করা যাচ্ছে না। কোলে করেই তাকে স্কুলে নিয়ে যাই।

রিনা আক্তারের স্কুলের সহপাঠী সুমাইয়া, তানজিলা ও সুফিয়ান জানায়, রিনা পড়াশোনায় ভালো। তার পড়ার প্রতি আগ্রহ বেশি। আমরা তাকে বিভিন্ন সময়ে চলাচলে সহযোগিতা করে থাকি।

রিনা বলে, আমি গরিব পরিবারের সন্তান। আমি পড়াশোনা করে একটি ভালো চাকরি করতে চাই। আমার এ রেজাল্টে আমি খুশি। আমি অনেক কষ্টে পরীক্ষায় অংশ নেই। আমার সহপাঠীরা অনেকেই জিপিএ ৫ পেয়েছে। আমি জিপিএ ৪.৪৫ পেয়ে খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে