শনিবার, ২৭ মে, ২০১৭, ০৮:৫৬:৪৫

নারায়ণগঞ্জে মসজিদের ভেতরেই নামাযরত ইমামকে কুপিয়ে হত্যা!

নারায়ণগঞ্জে মসজিদের ভেতরেই নামাযরত ইমামকে কুপিয়ে হত্যা!

নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় ইমাম আবদুল মজিদ মুন্সীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় এক ব্যক্তি।  এ সময় আক্রমনকারী ব্যক্তিকে বাঁধা দিতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন হাবিবুর মিয়া নামে আরও এক  মুসল্লী ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার মাটির মসজিদে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত জহিরুল ইসলাম পালিয়ে গেছে।

তবে ঠিক কি কারনে এমন নৃশংশ হত্যাকান্ড সে বিষয়ে কিছুই জানাতে পারেনি কোন সুত্রই ।  এলাকাবাসী জানান, ১০ বছর আগে জহিরুল তার স্ত্রীকেও হত্যা করেছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ইসমাইল বলেন, রাতে এশার নামাজ শেষে হওয়ার বেশিরভাগ মুসল্লি চলে গেলেও সেখান নামাজ পড়ছিলেন ইমাম আব্দুল মজিদ ও হাবিবুর মিয়াসহ কয়েকজন।

“নামাজ পড়ার এক পর্যায়ে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি দা দিয়ে মজিদ মুন্সীকে কুপিয়ে হত্যা করে।  এর প্রতিবাদ করায় হাবিবুরকেও কুপিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। ”

অভিযুক্ত জহিরুল মাঝিপাড়ার প্রয়াত সাফর উদ্দিনের ছেলে।  তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহত আবদুল মজিদ মুন্সীর (৭২) বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর এলাকায়।  তার বাবার নাম মোসলেম বেপারী।  ২৫ বছর আগে তিনি গোবিন্দপুর মাঝিপাড়া এলাকায় এসে বসবাস শুরু করেন।  আবদুল মজিদ মুন্সী মাটির মসজিদের ইমাম হিসেবে চাকরি করে আসছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব জানান, হাসপাতালে আনার আগেই আবদুল মজিদ মুন্সী মারা যান।  তার গলায়, পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো ও মামলার প্রস্তুতি চলছিল।

নিহত আব্দুল মজিদ দেওয়ান মুন্সী (৭২) টাঙ্গাইলের নাগরপুরের প্রয়াত মোসলেম বেপারীর ছেলে।  তার লাশ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে