মোঃ হাবিবুর রহমান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের ১নং গেইটের সামনে সোনারগাঁ মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্ট থেকে গতকাল শনিবার সকালে ৪৩ জন জঙ্গী ও শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই, লিফলেট, পোষ্টার, প্যাড ও ব্যানার-ফেস্টুনসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকার উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবুল হাসনাতের নেতৃত্বে প্রায় ৮০ জন জঙ্গী ও শিবির কর্মী সোনারগাঁ পৌরসভাস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের সামনে সোনারগাঁ মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গোপন বৈঠক করছিলো।
এ সময় সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার মাহমুদ মুঈন সাদা পোশাকে জাদুঘরের সামনে দিয়ে আসার পথে লোকজন দেখে সন্দেহ হলে তিনি সোনারগাঁ মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে প্রবেশ করেন। তখন তার সাথে ওয়াকিটকি দেখে জঙ্গী ও শিবির কর্মীরা আল্লাহু আকবার বলে তার উপর হামলা চালায়। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই সাধন চন্দ্র বসাকের নেতৃত্বে টহল পুলিশ ঘটনাস্থলে আসলে জঙ্গী ও শিবির কর্মীরা তাদের উপরেও হামলা চালায়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে জিহাদী বই, লিফলেট, পোষ্টার, প্যাড, ব্যানার-ফেস্টুন ও অন্যান্য সরঞ্জামসহ ৪৩ জন জঙ্গী ও শিবির কর্মীকে আটক করে। তবে এ সময় তাদের সহযোগি আরো প্রায় ৪০ জন জঙ্গী ও শিবির কর্মী পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, পুলিশ জঙ্গী ও শিবির কর্মীদের মূলহোতা ঢাকার উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবুল হাসনাতসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে। তাদের সহযোগি আরো প্রায় ৪০ জন জঙ্গী ও শিবির কর্মী জাদুঘরের আশপাশের এলাকায় পালিয়ে রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃতদের বেশির ভাগই ঢাকার উত্তরা ও মিরপুরসহ আশপাশের এলাকা থেকে এসেছে। তাদেরকে আজ প্রাথমিক সদস্য করার জন্য একত্রিত করা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস